ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নড়াইলে দুর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৯ অক্টোবর ২০১৮

আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।    

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে নড়াইল টাউন কালীবাড়ি মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর নড়াইলে ৫৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।    

মতবিনিময় সভায় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) ইশতিয়াক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক বাবুল কুমার সাহা, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিখিল সরকার, অমিত সাহা রাজা প্রমুখ।   

বক্তারা বলেন, সুষ্ঠু সুন্দরভাবে দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে যেমন  নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পাশাপাশি প্রতিটি মন্ডপে পুজা উদযাপন কমিটির উদ্যোগে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে কোনো অনাকাঙ্খিত ঘটনার আশংকা থাকবে না।      

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, নড়াইলে সুষ্ঠু-সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি